How To Apply NoFollow Tag Using OutBound Link Manager

এসইও তে অউটবউন্ড/এক্সটার্নাল লিংক দিয়া গুগলের ২০০ রাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে একটি। তাই এক্সট্রানাল লিংক ভালো ওয়েবসাইট এ আমরা দিবো কিন্তু এক্সটার্নাল লিংক এর মাধ্যমে যে লিংক জুস পাস্ হচ্ছে তা কিন্তু আমাদের ওয়েবসাইট এর জন্য ক্ষতির কারণ হয়ে থাকে। তাই আমরা অউটবউন্ড লিংক দিবো কিন্তু নোফলো করে দিবো যাতে লিংক জুস না পাস হয়।

আপনার ওয়েবসাইটে নোফলো ট্যাগ ব্যবহার করতে চাইলে এই টিউটোরিয়ালটা দেখে নিন। তবে খুব বেশি নফলো ব্যবহার করতে গিয়ে ওয়েবসাইটকে ওভার অপ্টিমাইজড করবেন না।

বিকল্প পদ্ধতি,

স্টেপ: ১: ওয়ার্ডপ্রেস লগইন প্যানেল থেকে প্লাগিন এ যান।

স্টেপ-২: আপনি ওয়ার্ডপ্রেস প্লাগিন থেকে “অ্যাড নিউ” তে যাবেন।

স্টেপ-৩: সার্চ বাক্স এ যেয়ে আপনি “Title and Nofollow for Links.” এই প্লাগিনটি সার্চ করুন।

স্টেপ-৪: প্লাগিনটি ইনস্টল করুন ও এক্টিভেট করুন।

স্টেপ-৫: আপনি যখন এক্সটার্নাল লিংক করবেন তখন এই মডিফায়ার দিয়ে আপনি নোফলো করে দিতে পারবেন।

এইভাবেই আপনি যেকনো ২ টি পদ্ধতি দিয়ে নোফলো করতে পারেন যেকোনো অউটবউন্ড লিংককে।

Easiest way to apply Nofollow tags on all of your Posts and Pages at a time using Outbound Link Manager plugin.

2 thoughts on “How To Apply NoFollow Tag Using OutBound Link Manager”

  1. What is your suggestion ?
    I have already used wikepedia link for my blog but outbound link manager doesn’t count it.

Comments are closed.

Scroll to Top
Share via
Copy link
Powered by Social Snap