Got Affected By Google Penalty or Not? – The Basics!

পান্ডা নামটি শুনলে নাদুস নুদুস নিরীহ একটা প্রাণীর কথা চোখে ভাসে। কিন্তু গুগল পান্ডা কিন্তু আমাদের জন্যে ভয়ঙ্কর একটি নাম। গুগল পাণ্ডার মতই আরও বেশ কিছু জাঁদরেল পেনাল্টি আছে যেমন পেঙ্গুইন, ইএমডি, ম্যানুয়াল একশন, হামিংবার্ড, পিজিওন ইত্যাদি।

কি করে বুজবেন আপনার ওয়েবসাইট পেনাল্টি খেয়েছে ?

১. ব্র্যান্ড নাম দিয়ে সাচ করলে ওয়েবসাইট না পাওয়া।
২. আপনার সাইট এ যদি কোনো কীওয়ার্ড হঠাৎ প্রথম পেজ থেকে ৪/৫ পেজ এ চলে যায় বা ১০ পেজ এ থাকছে না।
৩. হঠাৎ ট্রাফিক ড্রপ করতেই থাকা।
৪. আপনার ওয়েবসাইট সহজে রাঙ্ক না করা বা পেজ সহজে রাঙ্ক না।
৫. গুগল সার্চ রেজাল্টস এ আপনার ওয়েবসাইট রিমুভ হয়ে যাওয়া। গুগল ক্যাশ থেকে একেবারে চলে যাওয়া।

মোটামোটি এই হচ্ছে গুগল পেনাল্টি বেসিক।

যাদের ওয়েবসাইট আছে; তারা এইসব পেনাল্টি থেকে কিভাবে বেঁচে থাকবেন, এবং আপনার সাইট যদি এফেক্টেড হয় তাহলে কিভাবে বুঝবেন তার কৌশল এই টিউটোরিয়াল থেকে শিখে নিন। 🙂

Learn the basics of what Google Penalty is and how to know whether your websites have been affected by it or not.

গুগল পেনাল্টি বেসিকস বইটি ডাউনলোড করুন এখান থেকেঃ Google Penalty Basics

6 thoughts on “Got Affected By Google Penalty or Not? – The Basics!”

Comments are closed.

Scroll to Top
Share via
Copy link
Powered by Social Snap