What Is RankBrain – Hummingbird – Manual Action & Pigeon Algorithm?

গুগল তার ইউসারদের সুবিধার জন্য প্রতিনিয়তই এলগোরিদম আপডেট করে থাকে। তাই আজ এর গুরুত্বপূর্ণ এলগোরিদম নিয়ে কথা বলবো।

Rank Brain :

রিলিজ ডেট ২০১৫
রাঙ্ক ব্রেন ব্যবহার করাই হয় মেশিন লার্নিং টেকনোলজি হিসেবে। এটার কাজ হচ্ছে ইউসার এর দিক থেকে সঠিক সার্চ রেজাল্টস প্রদান করা।
রাঙ্ক ব্রেন হচ্ছে হামিং বার্ড এলগোরিদম এর পার্ট।
টিপস : আপনার কনটেন্ট এর পরিষ্কার বিষয়বস্তু তুলে ধরুন। কে লিখলো ও কি উদেশ্যে এই কনটেন্ট ব্যবহার হবে এইটা পরিষ্কার বলা থাকলে মেশিন লার্নিং এর সহজেই আপনার কনটেন্ট এর বিষয়বস্তু বুজতে পারে।

Hummingbird:

রিলিজ ডেট আগস্ট ২০১৩
যখন পান্ডা ও পেংগুইন আপডেট করা হয় তখন হামিংবার্ড এলগোরিদম পুরোটাই ঠিকঠাক করা হয় যাতে এই এলগোরিদম গুগলকে ইউসার এর সার্চকুয়েরী বুজতে সহায়তা করে থাকে এবং সঠিক সার্চ ম্যাচ দিতে সহায়তা করে থাকে।

Pigeon:

রিলিজ ডেট ডিসেম্বর ২০১৪
পিজনটি আসলে লোকেশন এর জন্য। এটি ডিসাইন ও উন্নতি করা হইসে যাতে ইউসার অভিজ্ঞতা ভালো হয় কোনো নিদিষ্ট লোকেশন এর ক্ষেত্রে।
টিপস : কনটেন্ট তৈরির ক্ষেত্রে আপনার ব্যাবসার লোকেশন আপনাকে আরো ভালো অবস্থানে নিবে সার্চ এর ক্ষেত্রে।

Manual actions:

এই ক্ষেত্রে গুগল একটি ওয়েবসাইট এর সকল ওয়েবপেজ বা ওয়েবসাইট ডাটা মুছে ফেলে। ম্যানুয়াল অ্যাকশন Penguin, Panda, Hummingbird এর মতন এলগোরিদম না। আপনার ওয়েবসাইট বা ওয়েবপেজটি স্পাম করার জন্য শাস্তি স্বরূপ ম্যানুয়াল অ্যাকশন নিয়া হয়।

এই ভিডিওটা করেছিলাম অনেক আগে। কিন্তু আমার মনে হয় এখনো বেশ কাজে দিবে আপনাদের। এখানে আমি গুগলের হামিংবার্ড, র‍্যাঙ্কব্রেইন, ম্যানুয়াল একশন এবং পিজিওন এলগোরিদম আপডেট নিয়ে ব্যাসিক ধারানা দেয়ার চেষ্টা করেছি।

২০১৮ সালে এইগুলো আমাদের বেশ ভালো করেই জানা থাকা দরকার।

গুগল পেনাল্টি বেসিকস বইটি ডাউনলোড করুন এখান থেকেঃ Download Now

কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সটা তো আছেই!

Sharing is Caring 🙂

Scroll to Top
Share via
Copy link
Powered by Social Snap