How To Audit A Website Before Starting SEO & Marketing

আপনার নিজের ওয়েবসাইট অথবা কোন ক্লাইয়েন্টের ওয়েবসাইটের এসইও বা মার্কেটিং এর কাজ শুরু করার আগে ঐ ওয়েবসাইটটা নিয়ে পড়াশুনা করার প্রয়োজন হয়। এর আগে এসইও এর কোন কাজ হয়েছে কিনা, অথবা সাইটের ট্যাকনিক্যাল কোন সমস্যা আছে কিনা, সাইটের অভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলো দেখা অত্যন্ত জরুরী।

এসইও চেকলিস্ট :

১. ব্র্যান্ডিং : সাইট এর কালার, স্টাইল, ইমেজ,প্রাইভেসী পলিসি, কন্টাক্ট পেজ ঠিক আছে কি না ?
২. ডিসাইন : সাইট এর ন্যাভিগেশন কালার সাইট এর কালার এক কিনা ? কল টু অ্যাকশন আছে কি না ?
৩. কোডিং : সাব হেডিং,ক্যানোনিক্যাল, XML সাইটম্যাপ, পারমালিঙ্ক, স্কিমা, রোবট.txt ফাইল আছে কি না ?
৪. ব্যবহার উপযোগিতা : সাইট এর ন্যাভিগেশন, গ্ৰামার্ ও স্পেলিং, আপনার কনটেন্ট সহজবোধো কি না ?
৫. কীওয়ার্ড : কীওয়ার্ড ব্যবহার
৬. অন-পেজ এসইও : পেজ টাইটেল, ইউআরএল কীওয়ার্ড, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন
৭. সোশ্যাল মিডিয়া : একটিভ সোশ্যাল একাউন্ট, সোশ্যাল শেয়ারিং
৮. মোবাইল : মোবাইল ফ্রেইন্ডলী ওয়েবসাইট
৯. এসইও স্প্যাম : ডুপ্লিকেট কনটেন্ট
১০. অফ-পেজ এসইও : ব্যাকলিংকস

এই ভিডিও থেকে আপনার একটা ওয়েবসাইটের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা অডিট করা দরকার; প্রায় সব কিছু সম্পর্কেই আইডিয়া পাবেন।

If you want to learn how to audit a website to find all the SEO & Technical Problems; then watch this video.

ওয়েবসাইট অডিটের PDF বইটি ডাউনলোড করুনঃ Click To Download

গুগল স্প্রেডশিটটি ডাউনলোড করুনঃ Click To Download

4 thoughts on “How To Audit A Website Before Starting SEO & Marketing”

  1. Thanks Shamim vai for the informative tutorial. I wish you would publish a tutorial regarding SEO mentioning task schedule like what should we do one after another for ranking a website on a serial basis. It would be more helpful as I don’t know step-by-step SEO formation.

    Thanks again

  2. Thanks a lot Shamim vai! I was searching for exactly this kinda tutorial. This tutorial was very much informative for me. Thanks again, brother.

Comments are closed.

Scroll to Top
Share via
Copy link
Powered by Social Snap