Anchor Text Related Questions Answered From NShamimPRO

লিঙ্ক বিল্ডিং এর কিছু ব্যাসিক প্রশ্নের সহজ সরল উত্তর দেয়ার চেস্টা করেছি এই ভিডিওটাতে। আশা করি আপনাদের কাজে লাগবে।

প্রশ্নগুলো ছিলোঃ

প্রিয় শামীম ভাই আসসালামুলাইকুম,

আমার কিসু প্রশ্ন আছে Anchor text নিয়ে।

১. Interlinking অর্থাৎ blog এক পোস্ট থেকে অন্য পোস্ট এ link করা আর Anchor কি partially same? 
২. Branded Term Anchor Text অন্য ওয়েবসাইট এ করতে গেলে কি <a href=”http://branded term “>www .example .com </a> এই রকম লিংক করে ওই ওয়েবসাইট এ ব্যাকলিংকগ করবো।
৩. Naked Anchor Text এর ক্ষেত্রে কি <a href=”http:Naked Link “>www .example .com </a> এই রকম করে ব্যাকলিংক নিবো।
৪.Generic Anchor Text এর ক্ষেত্রে কি Click Here এই টা কে <a href=”Click Here “>www .example .com </a> করে ব্যাকলিংক আনবো ?
৫.LSI Anchor Text এ কি same?
৬. Exact Match Anchor Text
এই সব গুলা কি আপনার ব্যাকলিংকিং এর জন্য যেই মেথড গুলা ভিডিওতে দেয়া আছে ওই গুলাতে এই Anchor Text apply করবো?

চলুন উত্তরগুলো জেনে নিইঃ

 

 

এংকর টেক্সট করতে যেসকল বিষয় খেয়াল রাখবেন;

  • এংকর টেক্সট আপনার কনটেন্ট এর সাথে অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে।
  • এক্সাক্ট ম্যাচ এংকর টেক্সট কম ব্যবহার করা বা রেশিও অনুযায়ী ব্যবহার করা।
  • স্প্যাম সাইট থেকে লিংক করা থেকে বিরত থাকেন।
  • রেশিও অনুযায়ী এংকর টেক্সট ডিস্ট্রিবিউশন করেন।

নিচে এংকর টেক্সট রেশিও দিয়ে দেয়া হলো;

  • Branded anchor text: 50%
  • Naked links: 20%
  • Generic anchors: 5%
  • LSI, partial match anchors: 1-5%
  • Exact match anchor text: 1-2%

ভালো লাগলে শেয়ার করুন। 🙂

1 thought on “Anchor Text Related Questions Answered From NShamimPRO”

  1. Hi Admin,
    Seeing your video is very beneficial for my link building. It has been a lot of help for me.

Comments are closed.

Scroll to Top
Share via
Copy link
Powered by Social Snap