How To Optimize Site Keywords For More Traffics?

আমরা বেশিরভাগ সময়ই আমাদের টার্গেট কিওয়ার্ড নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আমাদের সাইটের কন্টেন্ট থেকে প্রচুর কিওয়ার্ড অটোম্যাটিকেলি জেনারেট হয় যেগুলো আমাদের অনেক বেশী ভিসিটর দিতে পারে। আপনি ওয়েবসাইট ওয়েবমাস্টার থেকে এনালাইসিস করেই বুজতে পারবেন আপনার অটোম্যাটিকেলি জেনারেট হওয়া কীওয়ার্ড গুলা টার্গেট করে ব্যাপক ট্রাফিক পেতে পারেন।

আজকের এই ভিডিও থেকে আমরা আমাদের ওয়েবসাইটের এইসব নন-টারগেটেড কিওয়ার্ডগুলোকে কিভাবে অপ্টিমাইজ করবো; সেটার উপায় শিখবো।

ভিডিও অনুযায়ী আপনি যখন কীওয়ার্ড ওয়েবমাস্টার দিয়ে চেক করবেন আর এমন কিছু কীওয়ার্ড পাবেন যা আপনি টার্গেট করেন নাই তখন সাথে সাথে কনটেন্টটা আরো একবার ট্রাফিক ফ্রেন্ডলি করুন। নিচের স্টেপ গুলা ফলো করুন;

স্টেপ-১: আপনার কনটেন্ট স্ট্রেটেজি ঠিক করুন। এসইওতে কনটেন্ট স্ট্রেটেজি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা সাধারণত কনটেন্ট পাবলিশড করার পর টুলস এ চেক করা ছাড়া পরের স্টেপ কিছুই চিন্তা করে দেখি না। এইটা মারাক্তক ভুল, অবশ্যই আপনার কনটেন্ট পরবর্তী স্ট্রেটেজি রাখা লাগবে।

স্টেপ-২: ভালো কনটেন্ট ডিসাইন করুন। মনে রাখবেন ভালো UX ভালো এসইও।

স্টেপ-৩ : সঠিক কনটেন্ট তৈরী করুন। সঠিক কনটেন্ট বলতে টপিক অনুযায়ী রেলিভেন্সি ও ইউসার ফ্রেন্ডলি। কনটেন্ট বানান ভুল ও বাক্য গঠনে ভুল এড়িয়ে চুলুন।

স্টেপ-৪: কীওয়ার্ড ব্যবহার করা ঠিক কিনা তা নিশ্চিত করুন।

এসইও এর অন্যান্য ভিডিওগুলোর লিঙ্ক হোমপেজে দেয়া আছে।

ধন্যবাদ।

Scroll to Top
Share via
Copy link
Powered by Social Snap