Huge Contents + Good Links – But No Ranking! Why? (E.A.T. Tutorial)

আমাদের মধ্যে একটা কমন প্রাকটিস হচ্ছে, সাইট তৈরি করেই লিঙ্ক বিল্ডিং এর জন্যে ঝাঁপিয়ে পড়া। হা, স্টিল অনেক এক্সপার্টরা তাই বলে।

কিন্তু তার আগে, গুগলের সাম্প্রতিক আপডেট হওয়া E.A.T (Expertise, Authoritativeness & Trustworthiness) এলগরিদমটা বুঝতে হবে। আমাদের সাইটে প্রচুর কন্টেন্ট থাকতে পারে, প্রচুর ব্যাক্লিঙ্ক থাকতে পারে, কিন্তু গুগলের কাছে আমাদের নিজেদের এবং ব্লগের E.A.T স্কোরটা বাড়াতে না পারলে, ওই লিঙ্ক এবং কন্টেন্ট কিন্তু কাজে আসবে না।

ঠিক এমনটাই হয়েছে আমাদের NShamimPRO এর স্টুডেন্টের। সে প্রায় ২০০ এর মতো কন্টেন্ট দিয়েছে, লিঙ্ক করেছে দেড়-হাজারেরও বেশি। কিন্তু ভালো ট্রাফিক পাচ্ছে না এবং খুব বেশি কিওয়ার্ডও র‍্যাঙ্কে নেই। এর কারণ, তার E.A.T স্কোর একদম শূন্যের কোঠায়। সে ব্রান্ডিং এর জন্যে কিছু করে নি।

লিঙ্ক বিল্ডিং এর আগে, সাইটের ব্রান্ডিং জরুরী কিছু কিছু নিসে যেটা আপনার E.A.T স্কোর বাড়াতে সাহায্য করবে। ঠিক এই জিনিসটাই বলার চেষ্টা করেছি ভিডিওতে।

আমার এক ছাত্রের জন্যে করা হলেও এই ভিডিওটা সবার কাজে লাগবে বলে আমি মনে করি। সুতরাং সবার সাথে শেয়ার করে ছড়িয়ে দিন।

ভালো থাকুন। নিরাপদ থাকুন।

Scroll to Top
Share via
Copy link
Powered by Social Snap