How To Track Outgoing Link or Affiliate Links On Google Analytics

গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে অ্যাফিলিয়েট লিঙ্ক অথবা আউটবাউন্ড লিঙ্ক ট্রাক করা বেশ সহজ। ভিডিওটা দেখে জেনে নিন কিভাবে ট্রাক করতে হয়।

বিকল্প পদ্ধতি;

MonsterInsights প্লাগিন কিভাবে সেটআপ করবেন ?

স্টেপ-১: Signup করেন গুগল এনালিটিক্স তারপর signin করবেন।

স্টেপ-২: ওয়েবসাইট এ যাবেন আপনার ওয়েবসাইট নাম দিবেন, ইউআরএল দিবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপর “Get tracking ID”ক্লিক করবেন। একটা পপ-আপ উইন্ডো ওপেন হবে গুগল এনালিটিক্স এর টার্ম কন্ডিশন একসেপ্ট করবেন।

স্টেপ-৩: মনস্টার সাইট সেটআপ: ড্যাশবোর্ড থেকে প্লাগিন এ যাবেন অ্যাড নিউ থেকে সার্চ বাক্স-এ Monstersight লিখে সার্চ দিবেন প্লাগিন ইনস্টল করে একটিভ করবেন।

স্টেপ-৪: তারপর প্লাগিনটি ব্লগ বা বিসনেস ওয়েবসাইট হলে সিলেক্ট করে কানেক্ট করুন। সব ঠিক থাক করে কমপ্লিট কানেক্ট এ ক্লিক করুন।

স্টেপ-৫: আপনি ডিফল্ট ২ টি এফিলিয়েট লিংক ট্র্যাক পাবেন কিন্তু চাইলে অ্যাড করে যত ইচ্ছে এফিলিয়েট লিংক অ্যাড করতে পারবেন। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করুন।

You can track your CPA or Amazon Affiliate Link within the Google Analytics Dashboard. Follow this tutorial to know more about it.

2 thoughts on “How To Track Outgoing Link or Affiliate Links On Google Analytics”

Comments are closed.

Scroll to Top
Share via
Copy link
Powered by Social Snap